চার ঘণ্টার ব্যবধানে আরেক প্রকাশককে জবাই
শুদ্ধস্বরের কার্যালয়ে তিন প্রকাশক ও লেখকের ওপর হামলার চার ঘণ্টা পর রাজধানীর আজিজ সুপার মার্কেটে এক প্রকাশককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সন্ধ্যার দিকে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় ফয়সাল আরেফিন দীপন নামের ওই প্রকাশককে খুন করা হয়। তিনি নিহত ব্লগার অভিজিত রায়ের বইয়ের প্রকাশক ছিলেন বলে জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ছেলে।
ঘটনাস্থলে উপস্থিত সংহতি প্রকাশনী সংস্থার বিক্রয়কর্মী রেজাউল করিম এনটিভি অনলাইনকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ দীপনের লাশ উদ্ধার করতে আসে।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে দীপনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পুলিশ কর্মকর্তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে পৌঁছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে বলেছেন বলে গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন।
জাগৃতি প্রকাশনী সংস্থা থেকে ব্লগার অভিজিত রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ নামে একটি বই প্রকাশিত হয়।
আজিজ সুপার মার্কেটের ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, ঘটনার সময় দীপন তৃতীয় তলার জাগৃতি প্রকাশনী সংস্থার কার্যালয়ে একাই ছিলেন। তাঁর ঘাড়ে মারাত্মক আঘাত রয়েছে। আজিজ সুপার মার্কেটের কর্মীরা আহত দীপনকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে দুপুর ২টার কিছু পর রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে ব্লগার ও লেখক রণদীপম বসু, কবি তারেক রহিম ও প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে।
তাঁদের মধ্যে তারেক রহিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।