গাজীপুরে চার শতাধিক অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে চার শতাধিক অবৈধ আবাসিক গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ গ্যাসসংযোগ ব্যবহারের দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দিনভর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুরের আঞ্চলিক ব্যবস্থাপক সুরুজ আলম জানান, গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার কিছু লোক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অবৈধ গ্যাসসংযোগ ব্যবহার করছে। এমন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে আজ নয়টি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এ সময় অবৈধ গ্যাসলাইন সংযোগ নিয়ে ব্যবহারের দায়ে স্থানীয় পাঁচজনকে মোট দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
অভিযানকালে ৪০০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধভাবে স্থাপিত দেড় কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থল ও ২০০ মিটার গ্যাসের পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় চুলাসহ অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়।
জানা যায়, স্থানীয় অসাধু চক্র বিভিন্ন বাসাবাড়ির মালিকদের কাছ থেকে কয়েক লাখ টাকা করে নিয়ে গোপনে এসব অবৈধ সংযোগ দেয়।
অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুজ আলম, উপব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, প্রকৌশলী এস এম আবু সুফিয়ান, সহকারী প্রকৌশলী কে এইচ ফয়সাল আহমেদ, উপসহকারী প্রকৌশলী মজিবুর রহমান ও মো. সাবিনুর রহমান, রাজস্ব উপশাখার সহকারী কর্মকর্তা মো. ইকবাল হোসেন চৌধুরীসহ টেকনিক্যাল টিম, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।