শেষের রোমাঞ্চে জিতল রিয়াল
ম্যাচের শুরুতেই লাল কার্ড দেখে বসেন আতালান্তার রেমো ফ্রয়লার। কিন্তু, প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার সুবিধা কাজে লাগাতে পারছিল না রিয়াল মাদ্রিদ। একপর্যায়ে ম্যাচ গড়ায় ড্রয়ের দিকে। শেষ মুহূর্তে গোল করে সেখান থেকে দলকে উদ্ধার করেন ফেরলঁদ মঁদি। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।
গতকাল বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ানস লিগে শেষ ষোলোর প্রথম লেগে আতালান্তার মাঠে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
এদিন ম্যাচের সপ্তদশ মিনিটে মঁদিকে ফাউল করে লাল কার্ড দেখেন ফ্রয়লার। এরপরও আতালান্তার রক্ষণ ভাঙতে পারেনি রিয়াল। যদিও বল দখলে স্বাগতিকদের চেয়ে এগিয়ে ছিল রিয়াল। শটও নিয়েছিল বেশি, যার মধ্যে চারটিই ছিল অনটার্গেট শট। কিন্তু শুরুতে কোনোটিই প্রতিপক্ষের প্রাচীর ভাঙতে পারেনি।
শেষ পর্যন্ত সুযোগ আসে ৮৬তম মিনিটে। প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন মঁদি। ফলে ১-০ গোলের স্বস্তির জয় পায় স্প্যানিশ চ্যাম্পিয়ানরা।
আগামী ১৬ মার্চ হবে ফিরতি লেগ। ওইদিন রিয়ালের মাঠে খেলতে যাবে আতালান্তা।