ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে মারধরের অভিযোগ কর্মীর বিরুদ্ধে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী জামান সামীর হাতে ছাত্রলীগের কেন্দ্রীয় স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায় মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের ঘটনায় আহত হয়ে পুতুল চন্দ্র রায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ছাত্রলীগকর্মী জামান সামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী বলে জানা গেছে।
ছাত্রলীগের একাধিক সূত্রে জানা যায়, রাত ২টার দিকে পুতুল চন্দ্র রায় ও তার কয়েকজন বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছিলেন। এ সময় পথে জামান সামীসহ চারজন এসে তাদের পথরোধ করে পরিচয় জানতে চান। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় সামীসহ তার অনুসারীরা। ভুক্তভোগীরা কিছু বুঝে ওঠার আগেই সেখান থেকে পালিয়ে যান সামীসহ তার বন্ধুরা। মারধরের কারণে পুতুল চন্দ্র রায়ের মাথা ফেটে গেছে। পরে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে তার চিকিৎসা দেওয়া হয়েছে।
পুতুল চন্দ্র রায় অভিযোগ করে বলেন, ‘রাতে মেডিকেলের দিকে যাওয়ার সময় সামীসহ চারজন এসে আমার বন্ধুর পরিচয় জিজ্ঞেস করে। এ সময় পরিচয় পাওয়ামাত্র তাঁকে মারতে থাকে। পরে আমি তাদেরকে বাধা দিতে যাই। এ সময় তাদেরকে আমার পরিচয়ও দেই। কিন্তু তারা আমার পরিচয় পাওয়ার পরও আমাকে মারধর করে।’
এ বিষয়ে জানতে জামান সামীকে একাধিকবার কল দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। আমাদের এক কেন্দ্রীয় নেতাকে মারধর করা হয়েছে। সামীসহ যারা এই ঘটনায় জড়িত তাদের সবাইকে বহিষ্কার করা হবে।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘যদি কেউ এই ঘটনায় জড়িত থাকে তবে তাদেরকে ব্যবস্থা নিতে আমরা সুপারিশ করব।’