ধুনটে ছাত্রলীগের দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা
বগুড়ার ধুনট উপজেলার মুজিব চত্বরে একই সময়ে ছাত্রলীগের দুই পক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার এ খবর জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের মিছিল-মিটিং ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মুজিব চত্বরের ৪০০ মিটার এলাকা এই ১৪৪ ধারার আওতায় থাকবে।
এ ছাড়া আজ সকাল থেকে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।