রাকিব হত্যা মামলার রায় রোববার
খুলনার চাঞ্চল্যকর শিশু রাকিবুল ইসলাম রাকিব হত্যার মামলার রায় আগামীকাল রোববার ঘোষণা করা হবে। খুলনা মহানগর দায়রা জজ আদালত গত ১ নভেম্বর বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেন।
ছয়দিনের যুক্তিতর্ক শেষে আদালত রায়ের এই তারিখ ঘোষণা করেন। তিন অভিযুক্তের উপস্থিতিতে খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।
রায় ঘোষণার তারিখ শুনে রাকিবের মা-বাবা ও ছোট বোন আদালত কক্ষে কান্নায় ভেঙে পড়েন।
এই হত্যামামলায় ৩৮ জন সাক্ষ্য দিয়েছেন। ২৫ অক্টোবর থেকে এ মামলার যুক্তিতর্ক শুরু হয়। প্রসিকিউশন এবং তদন্ত কর্মকর্তা প্রথম পাঁচদিনে তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। শেষ দিন ম্যাজিস্ট্রেট তিন আসামির বক্তব্য রেকর্ড করেন।
প্রসিকিউশনের আইনজীবী সুলতানা রহমান শিল্পী বার্তা সংস্থা বাসসকে জানান, আদালতের সামনে বিবাদীপক্ষের কেউ তাঁদের আরগুমেন্ট তুলে ধরেনি।
শিশু রাকিব হত্যার ঘটনায় পুলিশ ২৫ আগস্ট ৩ ব্যক্তির বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র গ্রহণের পর মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।
২০১৫ সালের ৩ আগস্ট টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকার নুর আলম হাওলাদারের ছেলে রাকিবকে (১২) নির্মমভাবে হত্যা করা হয়। মোটরসাইকেল কারখানার কাজ ছেড়ে অন্যত্র যোগ দেওয়ায় নির্মম অত্যাচার চালিয়ে তাঁকে হত্যা করা হয়।