শাল্লার ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
আজ শনিবার দুপুরে শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখা।
কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়, মহানগর শাখার সভাপতি প্রশান্ত দাস চন্দন, সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক পিন্টু সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট তপন দে, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর নানা ছুতোয় বিভিন্ন সময়ে নির্যাতন ও হামলা চলছে। অবিলম্বে সনাতন ধর্মাবলম্বীদের ওপর এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা কঠোর হস্তে দমনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তাঁরা।