বইমেলায় সিনেমার শুটিং, থাকবেন মোশাররফ-পরীরা
‘রথ দেখা আর কলা বেচা’, বাংলার অতি পুরোনো এই বচন সত্য করে দিতে পারেন বইপ্রেমীরা। কীভাবে? এই যেমন প্রিয় লেখকের বই কিনতে বইমেলায় গেলেন, সেখানে দেখা হয়ে গেল আপনার প্রিয় সিনে-তারকার সঙ্গে।
হ্যাঁ, এমনটা হতে পারে ৩০ মার্চ সন্ধ্যায় বইমেলায় গেলেই। এ দিন সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বইমেলায় শুটিংয়ে অংশ নেবেন একঝাঁক তারকা। সেই তালিকায় আছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম, আলোচিত চিত্রনায়িকা পরী মণি, চিত্রনায়ক জিয়াউল রোশান, তারেক স্বপন ও প্রাণ রায়েরা।
বইমেলায় কেন এত তারকার আগমন, তার জানিয়েছেন ‘মুখোশ’ সিনেমার নির্মাতা ইফতেখার শুভ। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘৩০ মার্চ সন্ধ্যা পর্যন্ত এফডিসিতে সিনেমাটির শেষ লটের শুটিং করব। সন্ধ্যা নামতেই পুরো ইউনিট নিয়ে চলে যাব মেলায়। চাইলে কোথাও সেট ফেলে শুট করে নেওয়া যেত। কিন্তু আমরা দর্শককে বাস্তব বইমেলাটাই দেখাতে চাই পর্দায়, তাই এমন আয়োজন। এ বিষয়ে আমরা সব ধরনের প্রস্তুতি ও অনুমতি নিয়ে রেখেছি।’
জানা গেছে, রোজার ঈদের পর গানের শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হবে।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনা করছেন ইফতেখার শুভ। সিনেমাটি তাঁর লেখা অপ্রকাশিত একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে অভিনয় করছেন মোশাররফ করিম, পরী মণি, জিয়াউল রোশান, ইরেশ জাকের, ফারুক আহম্মেদ, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধুসহ আরও অনেকে।