শাল্লার ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িক হামলা, ভাঙচুর, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সনাতন যুব শক্তি পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ও বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ এ পাঁচটি সংগঠন যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা শহরের কালীবাড়ি মন্দিরের সামনে এ কর্মসূচি শুরু হয়।
বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ভুপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সহসভাপতি পীযুষ কান্তি সরকার ও সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রণব সরকার ও মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্রা সরকার।
সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের আহ্বায়ক নিলয় পাল আদর।