শাল্লার ঘটনার প্রতিবাদে পাবনার মানববন্ধন
সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা ও তাদের বাড়িঘরে ভাঙচুরের প্রতিবাদে পাবনার একাধিক স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের আব্দুল আব্দুল হামিদ রোডে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ঐক্য ন্যাপ ও মহিলা পরিষদ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল কুমার ঘোষের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুণ্ড, শ্রী শ্রী জয়কালীবাড়ী মন্দিরের সাধারণ সম্পাদক প্রলয় চাকী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ চন্দ্র ভদ্রসহ অনেকে।
এছাড়া সকালে চাটমোহর উপজেলা সদরের দোলাবেদিতলা মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল হামিদ মাস্টার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্যসহ অনেকে। বক্তারা শাল্লায় হামলা-ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং হিন্দু ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ তৈরির দাবি জানান।