‘বিএনপি-জামায়াত নয়, নাশকতাকারীদের ধরা হচ্ছে’
বিএনপি বা জামায়াত-শিবিরের নেতাকর্মী ধরার জন্য নয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রোববার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ দাবি করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়। সরকার যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে বদ্ধপরিকর।’ ব্লগার হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান আছে বলেও তিনি জানান।
মন্ত্রী বলেন, ‘এই যে (যারা) বোমাবাজি করছে, মানুষ হত্যা করছে, এদের প্রতিরোধ করার জন্য আমরা মাঝেমধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিই। এটা জামায়াত-শিবির ধরার জন্য কোনো ব্যবস্থা নয়, এটা কোনো বিএনপি ধরার জন্য ব্যবস্থা নয়। যারা এর সঙ্গে সম্পৃক্ত থাকে, আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী তাদের জন্য ধরার একটা ব্যবস্থা।’