বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ
গাজীপুরের কোনাবাড়ীতে বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২০) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ভাড়াটিয়া এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে পালাতে সহযোগিতা করার অভিযোগে বাড়ির মালিকের ছেলে মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত প্রেমিক আব্দুল মমিনের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পাইকপাড়া গ্রামে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, ভিকটিম তরুণীর পরিবার ভাড়া বাসায় থাকত। একই বাসার পঞ্চম তলায় ভাড়া থাকতেন অভিযুক্ত আব্দুল মমিন (২২) ও তার পরিবার। একই বাড়িতে ভাড়া থাকার সুবাধে এক বছর আগে থেকে আব্দুল মমিন ও ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাড়িতে একা থাকার সুযোগে বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন ওই যুবক।
গত বছরের ডিসেম্বর মাসে বাসায় একা পেয়ে ওই তরুণীকে আবারও ধর্ষণ করেন মমিন। এতে ওই তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত রোববার বিষয়টি তাদের পরিবারের মধ্যে জানাজানি হলে বাড়ির মালিককে বিষয়টি জানানো হয়।
বাড়ির মালিকের ছেলে মোবারক হোসেন ওই তরুণীর পরিবারকে এক লাখ টাকা নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কাউকে না জানাতে ভয়-ভীতি দেখান। এ সুযোগে মোবারক অভিযুক্ত প্রেমিক মমিন ও তাঁর পরিবারকে পালিয়ে যেতে সহায়তা করেন। পরে গত রাতে ওই তরুণী বাদী হয়ে জিএমপি কোনাবাড়ী থানায় মামলা করলে পুলিশ সহযোগিতার দায়ে বাড়ির মালিকের ছেলে মোবারককে গ্রেপ্তার করে।
জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। পালাতে সহায়তা করায় বাড়ির মালিকের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।