জনগণই ব্যবস্থা নিচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশকে যারা অকার্যকর করতে নাশকতা চালাচ্ছে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যারা এই দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চায়, যারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জঙ্গির উত্থান ঘটাতে চায়, জনগণই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন এবং জনগণই তার ব্যবস্থা নিচ্ছেন। আমাদের প্রশাসন জনগণকে সঙ্গে নিয়েই কাজ করে। আমরা মনে করি, সে জন্যই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সফল হচ্ছি। আমরা অবশ্যই এই সমস্ত জঙ্গি এই সমস্ত রাষ্ট্রদ্রোহী, যারা বিশৃঙ্খলাকারী তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব।’
শহীদ নূর হোসেন যে অধিকার আদায়ে রাজপথে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই অধিকার আদায়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশ স্বাধীন হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। একইভাবে দেশে বর্তমানে যেভাবে বিভিন্ন নাশকতা চালানো হচ্ছে, সেগুলোও জনগণই মোকাবিলা করবে।