জুটিতে রেকর্ড গড়লেন করুনারত্নে-ধনঞ্জয়া
বাংলাদেশের বিপক্ষে টেস্টে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন দিমুথ করুনারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা। ১৪ বছর পর এই রেকর্ড গড়লেন তাঁরা।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩২২ রানের জুটি গড়েছেন করুনারত্নে ও ধনঞ্জয়া। যা বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ রানের জুটি।
বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেটে শ্রীলঙ্কার আগের সর্বোচ্চ রানের জুটি ছিলো ৩১১ রান। ২০০৭ সালে ক্যান্ডিতে রেকর্ড গড়েছিলেন দুই সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।
শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে যেকোনো উইকেট জুটিতে এই স্কোর সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে।
সেই সঙ্গে পাল্লেকেলে স্টেডিয়ামে যেকোনো উইকেট জুটিতে এটি নতুন রেকর্ড। ২০১১ সালে এই ভেন্যুতে চতুর্থ উইকেটে ২৫৮ রান করেছিলেন অস্ট্রেলিয়ার শন মার্শ ও মাইক হাসি।