দিল্লিতে লকডাউন এক সপ্তাহ বাড়ল
ভারতের রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। করোনায় গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে করোনা রোগীর উপচেপড়া ভিড়। অক্সিজেন সংকটে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গতকাল দিল্লির একটি হাসপাতালে অক্সিজেন না পেয়ে ২৫ করোনা রোগীর মৃত্যু হয়। এমন পরিস্থিতিতে রাজধানীতে চলমান লকডাউন এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে এ কথা জানানো হয়।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী ৩ মে ভোর ৫টা পর্যন্ত চলমান লকডাউন জারি থাকবে।
কেজরিওয়াল বলেন, আমরা সর্বশেষ ছয় দিনের লকডাউন দিয়েছিলাম। করোনা মোকাবিলায় এটিই ছিল আমাদের হাতের শেষ অস্ত্র। কিন্তু লকডাউন সত্বেও করোনার সংক্রমণ কমছে না। প্রতিটি বিভাগের সঙ্গে কথা বলে এক সপ্তাহের জন্য লকডাউন বাড়ানো হচ্ছে।
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, লকডাউনের শুরুতে ৩৬-৩৭ শতাংশ সংক্রমণ ছিল এখন তা ৩০ শতাংশ নেমেছে। সংক্রমণের এই হার আরও নিচে নামাতে হবে।
এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ রোববার জানিয়েছে, শনিবার দেশজুড়ে তিন লাখ ৪৯ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয় এবং এদিন করোনায় মৃত্যু হয়েছে দুই হাজার ৭৬০ জনের।
এর মধ্য দিয়ে টানা চতুর্থ দিন ভারতে তিন লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হলো আর মৃত্যু সংখ্যা দুই হাজারের বেশি রয়েছে টানা পাঁচদিনের মতো।
বৈশ্বিক করোনা পরিস্থিতির তুলনায় ভারত বর্তমানে সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে গতকাল শনিবার ৬৩ হাজার ২০৬ জনের করোনা ধরা পড়ে। এমনকি যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশেই ৫০ হাজারের বেশি সংক্রমণ চিহ্নিত হয়নি।