১৭ মে খুলছে না ঢাবির আবাসিক হল
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল পূর্বঘোষণা অনুযায়ী আগামী ১৭ মে খুলছে না। শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন দেওয়া নিশ্চিত করে হল খোলা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন প্রভোস্ট কমিটি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রভোস্ট কমিটির নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত কয়েকজন হল প্রাধ্যক্ষ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ উপস্থিত ছিলেন।
সভা শেষে একাধিক হলের প্রাধ্যক্ষ গণমাধ্যমকে জানান, সম্প্রতি দেশে করোনা সংক্রমণ বাড়ছে। এজন্য আগামী ১৭ মে থেকে ঢাবির আবাসিক হল খোলা হচ্ছে না। দুই ডোজ টিকা নিশ্চিত করেই শিক্ষার্থীদের হলে তোলা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আগামী ১৭ মে হল খোলা সম্ভব হচ্ছে না। টিকা নিশ্চিত করেই শিক্ষার্থীদের হলে তোলা হবে। অন্যথায় সংক্রমণ ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলা উচিত হবে না।’
প্রক্টর আরও বলেন, ‘যেহেতু আগামী ১৭ দিনের মধ্যে শিক্ষার্থীদের দুই ডোজ টিকা দেওয়া সম্ভব না। সেজন্য হল খোলার আগের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করেই আবাসিক হল খোলা হবে।’
করোনার কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়টির স্বাভাবিক শিক্ষাকার্যক্রম বন্ধ আছে। এর দুদিন পর ২০ মার্চ হলগুলো খালি করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরপর গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খোলার ঘোষণা দেন। হল খোলার পর শিক্ষা কার্যক্রম চালু করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।