খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাবি ছাত্রদলের ইফতার বিতরণ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম, দোয়া মাহফিল এবং গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ বুধবার জোহরের নামাজের পর ক্যাম্পাসের পাশে অবস্থিত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতমের আয়োজন করে জাবি শাখা ছাত্রদল। পরে আসরের নামাজের পর দোয়া মাহফিল এবং ইফতারের আগ মুহূর্তে গরিব অসহায়দের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
ইফতার পরবর্তী সময়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় জাবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিকের প্রয়াত বাবা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিকের জন্যও দোয়া করা হয়।
ইফতার বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কামরুল আহসান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. নুরুল ইসলাম, জাবি ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাহিদ ইমতিয়াজ গালিব।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতা হাফিজুর রহমান সোহান, ইব্রাহিম খলিল বিপ্লব, সেলিম রেজা, আব্দুল কাদের মার্জুক, রাকিবুল হাসান শুভ, ইকবাল হোসেন, নাইমুল হাসান কৌশিক, রেজা আমিন, মাহমুদ, দেওয়ান আলাউদ্দিন, রাজু আহম্মেদ রাজনসহ প্রমুখ নেতৃবৃন্দ।