স্বাস্থ্যবিধি না মানায় দোকানি ও ক্রেতাকে জরিমানা
স্বাস্থ্যবিধি পরিপালন ও মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া মার্কেট ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে মোট ৩১ জনকে সাড়ে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুরে এ জরিমানা করা হয়।
বিকেলে ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জরিমানার তালিকায় ক্রেতা ও বিক্রেতা, দুই-ই আছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে মোট ১৪ জন ক্রেতা-বিক্রেতাকে বিভিন্ন অংকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএমপির আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশের নেতৃত্বে নূর ম্যানসন, গাউছিয়া মার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকায় আরও একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে মোট ১৭ জন ক্রেতা-বিক্রেতাকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।