আর্সেনালে হোঁচট খেলো চেলসি
সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতেছে চেলসি। পরে ইংলিশ লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিছিয়ে পেড়েও জিতেছে তারা। সে তারাই কি না গতকাল বুধবার রাতে হেরে গেছে আর্সেনালের কাছে। তাদের ১-০ গোলে হারে ইংলিশ লিগের শীর্ষ চারের লড়াইটা জমে উঠেছে।
অবশ্য গত মঙ্গলবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের হারে ম্যানচেস্টার সিটি এরই মধ্যে প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে।
গতকাল ম্যাচের ১০ মিনিটে পাবলো মারির ভুলে চেলসির এগিয়ে দেওয়ার সুযোগ নষ্ট হয়। পাঁচ মিনিটের ব্যবধানে বিপাকে পড়ে চেলসি। গোল করেন এমিল স্মিথ রো। প্রথমার্ধ শেষে গানার্সরা ১-০ গোলে থাকে। দ্বিতীয়ার্ধে জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে চেলসি। তবে তারা পারেনি সুযোগ কাজে লাগাতে।
তবে ভাগ্য এদিন আর্সেনালের পক্ষেই ছিল। দুইবারই বল জালে জড়াতে ব্যর্থ হন চেলসির খেলোয়াড়রা। তাই ম্যাচ ১-০ ব্যবধানে শেষ হয়। টানা দ্বিতীয় ম্যাচে গোল করে ম্যাচেসেরা হন স্মিথ রো।
১৭ বছর পর লিগের দুই ম্যাচেই চেলসির বিরুদ্ধে জিতেছে আর্সেনাল। ৫৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে তারা। আর ৬৪ পয়েন্ট নিয়ে চেলসি চার নম্বরে আছে। লিভারপুল বাকি ম্যাচগুলো জিতলে সমস্যায় পড়তে হবে চেলসিকে।