ব্লগার নীলাদ্রি হত্যা
শিবিরের নেতাসহ তিনজন রিমান্ডে
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলায় ইসলামী ছাত্রশিবির নেতা তারেকুল আলম তারেকসহ তিনজনকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মাহমুদুর রহমান তিনজনকে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম প্রত্যেক আসামির পাঁচদিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
তারেক চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলা ছাত্রশিবিরের সভাপতি। অপর দুই আসামি হলেন মাওলানা মুফতি আবদুল গাফফার ও মর্তুজা ফয়সাল সাব্বির।
তারেককে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকা থেকে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে আটক করা হয়। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজ বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামণি খিলগাঁও থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।