ক্রিকেটার শাহাদাতের স্ত্রীর জামিন শুনানি ১ ডিসেম্বর
গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি নির্যাতনের মামলায় আটক ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্যর জামিন শুনানির জন্য আগামী ১ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে নিত্যর জামিন শুনানির দিন ধার্য ছিল। এদিন নিত্যর আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু জামিন শুনানি আংশিক শুরু করলে বিচারক ১ ডিসেম্বর নিত্যর উপস্থিতিতে জামিন শুনানির দিন ধার্য করেন।
এর আগে গত সোমবার নিত্যর জামিন শুনানি উপলক্ষে তাঁর ১০ মাসের শিশুকে আদালতে হাজির করা হলে বিচারক বিব্রত বোধ করে আজ জামিন শুনানির দিন ধার্য করেছিলেন।
রাষ্ট্রপক্ষের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আমিনুর রহমান এনটিভিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শুনানির সময় বিচারক বলেছেন, আমাকে ইমোশনালি বাচ্চা দেখিয়ে বিব্রত করবেন না। মামলার বিচার হবে মামলার মেরিট দেখে। এভাবে ইমোশনালি হ্যারেস করা ঠিক না।’
এদিকে, বাদী মোহাম্মদ মোজাম্মেলের পক্ষের আইনজীবী মানবাধিকার কর্মী সৈয়দ নাজমুল হুদা এ বিষয়ে একই তথ্য এনটিভিকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তিনি জামিন শুনানির বিরোধিতা করার জন্য আদালতে উপস্থিত ছিলেন।
গত ১৪ অক্টোবর নিত্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিন চাইলে আদালত তাঁর জামিন নাকচ করেন।
গত ৪ অক্টোবর ভোরে রাজধানীর মালিবাগে শাহাদাতের শ্বশুরবাড়ি থেকে তাঁর স্ত্রী জেসমিন জাহানকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২১ সেপ্টেম্বর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী ঘটনার বর্ণনা দিয়ে একটি জবানবন্দি দিয়েছে ভিকটিম হ্যাপি।
গত ৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় ক্রিকেটার শাহাদাত তাঁর বাসার গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে একটি জিডি করেন। এর পর একই দিন রাত ৮টার দিকে মিরপুরের পল্লবী এলাকা থেকে হ্যাপিকে উদ্ধার করে পুলিশ। এর পর তাঁকে মিরপুর থানায় নিয়ে যাওয়া হলে সেখানে সে অভিযোগ করে, শাহাদাতের বাসায় তার ওপর নির্মম নির্যাতন চালানো হতো।
পরে পুলিশ হ্যাপিকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। একই সঙ্গে খোন্দকার মোজাম্মেল নামের স্থানীয় এক ব্যক্তি শিশু নির্যাতনের দায়ে শাহাদাতের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এর পর থেকেই শাহাদাত স্ত্রীসহ পলাতক ছিলেন।
এদিকে, শাহাদাতকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক বহিষ্কার করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাঁরা দুজনই এখন কারাগারে আটক রয়েছেন।