তরুণদের দ্রুত শেখার আহ্বান মুশফিকের
গত কয়েক বছরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে দেখা গেছে অনেক নতুন মুখ। কিন্তু কেউই পুরোপুরি ধারাবাহিক হতে পারেননি। বারবার সুযোগ পাওয়ার পরও তেমন ছন্দে নেই ডানহাতি ওপেনার লিটন দাস। তেমনি অনেকদিন পুর সুযোগ পাওয়া ক্রিকেটাররাও পারছেন না সুযোগ কাজে লাগাতে। সবমিলে অভিজ্ঞদেরই দায়িত্ব নিতে হচ্ছে বারবার।
গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষেও তামিম ইকবাল ও সাকিব আল হাসান যখন আউট হলেন তখনও দায়িত্ব নিতে পারলেন না লিটন-সৈকতরা। সেই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। ফলে ম্যাচে বাংলাদেশও জয় পায় ১০৩ রানে।
ম্যাচ শেষে তরুণদের দ্রুত শেখার আহ্বান জানালেন মুশফিক। তাতে দলের জন্যই ভালো হবে বলে মনে করেন তিনি, ‘একটা দলে যদি সাত-আটজন ধারাবাহিক পারফরমার থাকে, তাহলে যে কোনো দলের জন্যই প্লাস পয়েন্ট। যে কোনো পরিস্থিতি থেকে তখন দল বের হয়ে আসতে পারে। আজকে (মঙ্গলবার) তামিম ও সাকিবের মতো দুজন, যারা ওপরের দিকে সবসময় রান করে বাংলাদেশের জন্য, তারা ভালো করেনি। তাই লিটন, আফিফ ও মোসাদ্দেকের সুযোগ ছিল। তারা চেষ্টা করেছে। কিন্তু আরেকটু সিলেক্টিভ হলে সতর্ক হলে ওরা আরও ভালো ফল পাবে। কারণ, এই সব উইকেটে কখন কম ঝুঁকির শট খেলবে, কখন বেশি ঝুঁকির, এগুলো একটু জানতে হবে।’
তরুণদের নিয়ে মুশফিক আরো বলেন, ‘আশা করছি, দিনে দিনে ওরা আরও পরিণত হওয়ার চেষ্টা করবে। আমি খুবই খুশি হব, যদি ওরা তাড়াতাড়ি শিক্ষা নিতে পারে এখান থেকে। নাহলে, সব বড় ম্যাচে বা সাধারণ ম্যাচেও সব চাপ আমাদের ওপর এসে যায়, তখন আসলে একটু কঠিন হয়। আমি মনে করি, খুব দ্রুত ওরা অবদান রাখতে শুরু করবে। আর ওরা অবদান রাখতে শুরু করলে বাংলাদেশ আরও শক্তিশালী দল হবে, বিশেষ করে ওয়ানডেতে।’