মাহমুদউল্লাহর চাওয়া সেরা ক্রিকেট খেলা
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ঠিকই। কিন্তু সব বিভাগে পুরোপুরি জ্বলে উঠতে পারেনি। বিশেষ করে ব্যাটিং বিভাগে। দুই ম্যাচেই দায়িত্ব নিয়েছেন মুশফিকুর রহিম। এক ম্যাচে করেছেন সেঞ্চুরি আরেকটিতে খেলেছেন ৮৪ রানের ইনিংস। বাকিরা ছোট ছোট ইনিংস খেললেও সেভাবে জ্বলে উঠতে পারেননি।
তাই সিরিজ জিতলেও নিজেদের খেলা নিয়ে সন্তুষ্ট নন দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। এ বিষয়ে নিজেদের মধ্যে আলাপ করেছেন তাঁরা। আজ বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের হয়ে মাহমুদউল্লাহ জানালেন, সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিজেদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবেন তাঁরা।
প্রথম দুটিতে জিতে এরই মধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। শেষ ম্যাচকে সামনে রেখে মাহমুদউল্লাহ বলেন, ‘তিন শূন্যতে শেষ করাই আমাদের লক্ষ্য। কিন্তু প্রথম দুই ম্যাচে টপ অর্ডারদের পারফরম্যান্স প্রত্যাশিত ছিল না। আমার মনে হয়, ব্যাটিং বা বোলিং হোক আমরা সেরা ক্রিকেট এখনো খেলতে পারিনি। এটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে। তো আশা করছি, আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। আমার মনে হয় আমাদের আরেকটু ভালো পারফর্ম করা উচিত। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’
নিজের পারফরম্যান্স নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি ধারাবাহিক থাকার চেষ্টা করছি। যেটা আমি সবসময় অনুভব করি যে, সঠিক সময়ে দলের জন্য অবদান রাখা। আমি ছয় নম্বরে ব্যাটিং করছি। তো ঠিক সময়ে আমি যদি দলের জন্য অবদান রাখতে পারি সেটা আমার ও দলের জন্য ভালো। কাল আরেকটি সুযোগ, তো কালও ভালো করার চেষ্টা করব।’