মৃত্যুদণ্ড কার্যকরে ব্যবস্থা নেওয়া হচ্ছে
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানিয়েছেন।
আজ শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটে বটমলী স্কুলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সমবায় সমিতির অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, এর প্রক্রিয়া শেষ করে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘প্রতিটা স্টেপ আমরা আইন অনুযায়ী নিয়েছি, আইনের ব্যত্যয় ঘটিয়ে আমরা কিছুই করছি না। কাজেই তাঁকে রায় শোনানো এবং পরবর্তী বিষয়গুলো, যা বিচারক রায় দিয়েছেন এবং যে প্রক্রিয়া চলছে, সেভাবেই হবে।’
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক আছে বলেও জানান মন্ত্রী।
গত ১৮ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ দুজনের রিভিউ আবেদন নিষ্পত্তি করে এ রায় দেন। এর পর গতকাল ১৯ নভেম্বর পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে দেখা করেন। এর পর সন্ধ্যায় তাঁদের দুজনকে রায় পড়ে শোনানো হয়।