পদ্মায় ‘যাত্রী সেজে’ ট্রলার ছিনতাইয়ের অভিযোগ, গণপিটুনিতে নিহত ১
পদ্মা নদীতে যাত্রী সেজে ট্রলার ছিনতাইচেষ্টার দায়ে গণপিটুনিতে আহত ফয়সাল (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় তাঁর।
এদিকে, ট্রলার ছিনতাইচেষ্টার অভিযোগে জসিম (২৬) ও আব্দুল জলিল (৪২) নামের দুজনকে আটক করেছে মাওয়া নৌ-পুলিশ।
নিহত ফয়সাল ও আটক আব্দুল জলিল মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা। এ ছাড়া আটক করা জসিম কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা।
এর আগে গতকাল শনিবার দুপুরে পদ্মা নদীর শরীয়তপুরের পালেরচরে এ ছিনতাইচেষ্টার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, ‘শনিবার সকাল ১০টার দিকে লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে চার ছিনতাইকারী যাত্রী সেজে একটি ট্রলার ভাড়া করেন। পরে শরীয়তপুরের পালেরচরে পৌঁছালে ট্রলারের চালক আমিনুলের হাত-মুখ বেঁধে চরে ফেলে ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। এ সময় চালকের চিৎকারে নদীতে থাকা জেলেরা তাঁকে উদ্ধার করেন এবং তিন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেন। এ ছাড়া অপর একজন চরে পালিয়ে যান।
খবর পেয়ে মাওয়া নৌ-পুলিশ তাঁদের আটক করে চিকিৎসার জন্য লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে গতকাল শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফয়সালের। আজ রোববার সকালে তাঁর লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।