‘সাকা চৌধুরী-মুজাহিদ প্রাণভিক্ষা চেয়েছেন’
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
আজ শনিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, সাকা চৌধুরী ও মুজাহিদ প্রাণিভক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে আবেদন করেছেন।
এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী আলাদাভাবে রাষ্ট্রপতির কাছে তাঁদের প্রাণভিক্ষার আবেদন করেছেন।’
মন্ত্রী আরো জানান, প্রাণভিক্ষার এই আবেদন প্রথমে পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর সেখান থেকে আইন মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে আবেদন দুটি। এরপর সেখান থেকে সবশেষে আবেদন যাবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি এই প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এর আগে আজ সকালে প্রাণভিক্ষার বিষয়ে কথা বলতে সচিবালয় থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই দুই ম্যাজিস্ট্রেট হলেন আশরাফুল ইসলাম ও তানভীর আহমেদ।
গতকাল শুক্রবার দ্বিতীয় দফায় প্রাণভিক্ষার বিষয়ে সাকা চৌধুরী ও মুজাহিদের কাছে জানতে চাওয়া হলে তাঁরা পরিবারে সদস্য ও তাঁদের আইনজীবীদের সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করেন। তবে গতকাল সারাদিন অপেক্ষা করেও সাকা চৌধুরী ও মুজাহিদের সঙ্গে দেখা করার অনুমতি পাননি তাঁদের পরিবারের সদস্য কিংবা আইনজীবীরা। এর আগে বৃহস্পতিবার আপিল বিভাগে মৃত্যদণ্ডাদেশ বহাল রাখার রায় ঘোষণার পর ওই দুজনের আইনজীবী ও পরিবারের সদসস্যরা তাঁদের সঙ্গে দেখা করেন। সেদিনই রাতেই রায় পড়ে শোনানো হয় তাঁদের।
এর আগে ১৮ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদন নিষ্পত্তি করে তাঁদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।