কোভিড-১৯ সরঞ্জামের ওপর শুল্ক ও কর বাতিল
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মরিয়া পুরো বিশ্ব। এমনই এক পরিস্থিতে সরকার করোনার নমুনার পরীক্ষার কিট, পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম এবং কোভিড-১৯ নিরোধক পণ্যে সব ধরনের শুল্ক ও কর বাতিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘করোনা পরীক্ষা সংক্রান্ত কিট, পিপিই এবং কোভিড ১৯ নিরোধক সকল প্রকার সামগ্রীর ওপর শুল্ক ও মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে কোভিড-১৯ ভ্যাকসিন আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা বহাল থাকছে।’
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘কোভিড-১৯-এর প্রাদুর্ভাব মোকাবিলায় বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে করোনাভাইরাস টেস্টিং কিট, বিশেষ ধরনের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পিপিই উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ওপর প্রযোজ্য সমুদয় শুল্ককর ইতোমধ্যে মওকুফ করা হয়েছে। এ ছাড়াও, করোনা ভাইরাস মোকাবিলায় উক্ত ভাইরাস শনাক্তকরণ আরআই-পিসিআর কিট প্রস্তুতকরণে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে নতুন করে শুল্কমুক্ত সুবিধা প্রদান করা হয়েছে। উক্ত মওকুফ সুবিধা ৩০ জুন ২০২১ থেকে বৃদ্ধি করে ৩০ জুন ২০২২ সময় পর্যন্ত সম্প্রসারণ করার প্রস্তাব করা হয়েছে।’
আজ পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সংসদের অধিবেশন শুরু হয়। সংসদের স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে এ বাজেট উপস্থাপন শুরু হয়। বাজেট অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত আছেন।