প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন দৃষ্টি প্রতিবন্ধী নাজমা
চাঁদপুরে জেলা আওয়ামী লীগের অর্থায়নে শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পেলেন স্বামী পরিত্যক্তা দৃষ্টি প্রতিবন্ধী নারী নাজমা বেগম।
নাজমা বেগম চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ রহমান মাঝির মেয়ে।
আজ বৃহস্পতিবার সকালে নাজমা বেগমের হাতে ঘরটির চাবি বুঝিয়ে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারি দুলাল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় জেলা আওয়ামী লীগের নেতারা বলেন, মুজিব শতবর্ষে একটি পরিবারও গৃহহীন থাকবে না।
এদিকে ঘর পেয়ে খুশি নাজমা বেগম। তিনি বলেন, ‘চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং অর্থায়নে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে আমি খুব খুশি। এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।’