ফাঁসি কার্যকরে সব ধরনের নির্দেশনা কারাগারে গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় কার্যকরের জন্য সব ধরনের নির্দেশনা কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শনিবার রাতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। এ সময় তিনি আরো জানান, এখন সুবিধামতো সময়ে রায় কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সাকা চৌধুরী ও মুজাহিদ ৪৯ ধারায় রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। সেটি প্রাণভিক্ষার আবেদন। আমি নিজে সেটি পড়েছি।’