কাঁদতে কাঁদতে পরী মণি বললেন, ‘কাউকে ভরসা করতে পারি না’
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি।
আজ রোববার রাত ৭টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে এ গুরুতর অভিযোগ আনেন পরী মণি। প্রধানমন্ত্রীর কাছে বিচারের আর্জি জানিয়ে পরী মণি লেখেন, ‘মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।’
ফেসবুকে পরী মণি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই। এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে পরী মণি লেখেন, ‘আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারিনা। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো। আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন! আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা?’
এ ব্যাপারে পরী মণির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে রাত সাড়ে ৮টার দিকে তাঁকে পাওয়া গেল। ফোন ধরেই কাঁদতে লাগলেন পরী মণি। সাংবাদিক পরিচয় পেয়ে বললেন, ‘আমার স্ট্যাটাস সত্য। আমার সঙ্গে অনেক খারাপ কিছু ঘটেছে।’
কার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, জানতে চাইলে এনটিভি অনলাইনকে পরী মণি বলেন, ‘এটা বলতে চাই। তবে ফোনে বলা যাবে না। আপনারা আসেন। আমি সবার সামনে, ক্যামেরার সামনে বলতে চাই। আমি সবাইকে জানাতে চাই। আমার ভরসা নষ্ট হয়ে গেছে। আমি কাউকে ভরসা করতে পারি না ভাই।’
‘আমি অনেক দৌড়াদৌড়ি করেছি। থানা, আমার শিল্পী সমিতি, সবখানে গিয়েছি। কিছু হয়নি। আপনাদেরও বলতে চাই। আপনারা আসেন,’ যোগ করেন পরী মণি।
পরী আরও বলেন, ‘আজ রাতে আমার যদি কিছু হয়ে যায়, তার দায়িত্ব কে নেবে? আমি এ জন্য ফোনে কিছু বলব না।’
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরী মণির। ঢালিউডে বেশ কিছু জনপ্রিয় সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে।