এশিয়ান বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা
নারী এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ ‘জি’তে বাংলাদেশের সঙ্গে আছেন শাক্তিশালী ইরান ও জর্ডান। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বাছাইপর্বের গ্রুপ তালিকা জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়ান কাপের বাছাই। যা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। বাছাইপর্বে মোট ২৮ দল অংশ নেবে। পাঁচগ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এর মধ্যে চারটি গ্রুপে আছে চারটি করে দল ও চারটি গ্রুপে দল তিনটি করে।
এ ছাড়া সরাসরি অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, রানার্সআপ অস্ট্রেলিয়া, চীন ও স্বাগতিক ভারত। মূল প্রতিযোগিতা শুরুর কথা আগামী বছর ২০ জানুয়ারি, ভারতের মাটিতে। এর আগে সবশেষ ২০১৪ সালে বাছাইপর্বে খেলেছিল বাংলাদেশ নারী দল। ২০১৮ সালে অংশ নেয়নি বাংলাদেশ।
বাংলাদেশের গ্রুপে থাকা জর্ডান আছে ফিফা র্যাঙ্কিংয়ে ৫৯তম স্থানে। অন্যদিকে আরেক প্রতিপক্ষ ইরান আছে ৭০তম স্থানে। সেখানে বাংলাদেশের মেয়েদের অবস্থান ১৩৭তম স্থান। তবুও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যই মাঠে নামবেন সাবিনারা।