এমন নয় যে আবাহনী অটো জিতেছে : পাপন
ঘরোয়া ক্রিকেট লিগের শক্তিশালী দল আবাহনী লিমিটেড। নিজেদের শক্তির জানান দিয়ে এবারের প্রিমিয়ার লিগের শিরোপাও ঘরে তুলেছে তারা। এ নিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতেছে আবাহনী। তবুও চ্যাম্পিয়নদের নিয়ে লিগজুড়ে প্রশ্ন উঠেছে অনেকবার। তবে, এত কিছুর ভিড়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আবাহনী অটো জেতেনি, বরং লড়াই করেই জিতেছে।
সুপার লিগের শেষ রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলেছে আবাহনী। গত দুই আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতের দল। সব মিলে নিজেদের ২১তম শিরোপা ঘরে তুলেছে ক্লাবটি।
তবে লিগ চলাকালীন অনেকবার বিতর্কে এসেছে আবাহনীর নাম। তাদের বেশির ভাগ ম্যাচ ছিল মিরপুরে, তাই সাভারে যাওয়ার ভ্রমণের ধকল পোহাতে হয়নি। এ ছাড়া নো বল ও এলবিডব্লিউ’র ইস্যু তো ছিলই। আম্পায়ারদের বিতর্কিত অনেক সিদ্ধান্তই তাদের পক্ষে গেছে। গতকাল শনিবার প্রাইম ব্যাংকের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচেও আম্পায়ারের সিদ্ধান্ত তাদের পক্ষে গেছে।
এত কিছুর মধ্যেও আবাহনীর পরিশ্রমকেই ক্রেডিট দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘খেলাগুলো দেখুন, ছোট-বড় বলে কোনো কথা নেই। কে জিতবে, এটা বোঝার কোনো পথ ছিল না। কাগজে-কলমে আবাহনী প্রায় জাতীয় দল ছিল। লিটন, নাঈম, আফিফ, মুশফিক, সাইফউদ্দিন, মোসাদ্দেক— ওরা তো জাতীয় দলের খেলোয়াড় এবং টি-টোয়েন্টি দলেই খেলে। তারপরও আবাহনীকে অনেক লড়াই করতে হয়েছে। এমন নয় যে অটো জিতে গেছে।’
বিসিবিপ্রধান আরও বলেন, ‘আমরা মনে করলেও আসলে কোনো দল ছোট নয়। খেলাঘরের কাছেও আবাহনী হেরেছে। প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর খুব ভালো দল। সবচেয়ে ভালো বোলিং ছিল প্রাইম ব্যাংকের। মুস্তাফিজ, শরিফুল, রুবেলের মতো বোলার ছিল। কয়েকটা দল ভুগেছে, যেহেতু জাতীয় দলের কিছু তারকা খেলোয়াড় খেলেনি। ওরা খেললে কী হতো, চিন্তা করে দেখুন! অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে। এটাই ক্রিকেটের সৌন্দর্য।’