ডিএমপির তিন পুলিশ কর্মকর্তাকে পদায়ন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে তিন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. মনিরুজ্জামানকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন ডিভিশনে, সহকারী পুলিশ কমিশনার রাকিবা ইয়াসমিনকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে এবং সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহাকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে পদায়ন করা হয়েছে।