খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে এক হাজার ৩৬৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৯৯৮ জন আর সুস্থ হয়েছে ৩৭ হাজার ৪৩৭ জন। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেশি।
এক হাজার ৩৬৭ জন শনাক্তের মধ্যে খুলনায় ৩৭৮, যশোরে ৩০৮ জন। খুলনা বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৪৩ জনে এবং খুলনা জেলায় ২৫০ জন।
আজ মঙ্গবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে আজ এক হাজার ৩৬৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গতকাল সোমবার মোট এক হাজার ৪৬৪, রোববার এক হাজার ৩৬৭, শনিবার এক হাজার ২০২, শুক্রবার ৯৪৮, আর বৃহস্পতিবার ছিল এক হাজার ৩২২ জন।
রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৬৬ শতাংশ। এর মধ্যে খুলনার ছিল ৩৩০টি নমুনা এবং পজিটিভ শনাক্ত ১৩২ জন। শনাক্তের হার ৪০ শতাংশ।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় খুলনায় চার, বাগেরহাটে পাঁচ, সাতক্ষীরায় এক, যশোরে আট, নড়াইলে তিন, মাগুরায় দুই, ঝিনাইদহে এক, কুষ্টিয়ায় চার, চুয়াডাঙ্গায় দুই এবং মেহেরপুরে জনের মৃত্যু হয়। মোট মৃত্য হয় ৩২ জনের।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে, মোট ২৫০ জন। এরপর কুষ্টিয়ায় ২০২ জন এবং যশোরে ১৪২ জন, ছোট জেলার মধ্যে চুয়াডাঙ্গায় ৮৮ জন ও বাগেরহাটে ৮৬ জন।
খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩৭৮ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৩২১ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ২৫০ জন এবং সুস্থ হয়েছে ১০ হাজার ৭৫৮ জন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১১৬ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৮১ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ২৮৪ জন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভি শনাক্ত হয়েছে তিন হাজার ৩৩৩ জন এবং মারা গেছে ৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৪৩৬ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩০৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১২ হাজার ৮৭ জনের। এ সময় মারা গেছে ১৪২ জন এবং সুস্থ হয়েছে ছয় হাজার ৮৮৯ জন।
নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৬৩২ জনের। মারা গেছে ৪৪ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ১৭ জন।
মাগুরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত ২৯ জন । এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৫৩৮ জনের। এ সময় মারা গেছে ২৭ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ২৪৭ জন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৯৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ২৩০ জন। মারা গেছে ৮৮ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৯৯৩ জন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৮০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ৫৩৬ জন। মারা গেছে ২০২ জন এবং সুস্থ হয়েছে পাঁচ হাজার ৪৭৩ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৯৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ২৬৬ জন। মারা গেছে ৮৮ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ১৭৩ জন।
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৮০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭৫৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৪৮ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ১৬৭ জন।