পশুকে ধর্ষণের অভিযোগ, সিসি ফুটেজ দেখে গ্রেপ্তার
পাবনার সাঁথিয়া উপজেলায় সিসিটিভি ফুটেজ দেখে হাফিজুর রহমান (৩৫) নামের এক পশুধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত ১০টা ২০ মিনিটের সময় সাঁথিয়া উপজেলার হাপানিয়া রামচন্দ্রপুর গ্রামে।
এ ঘটনায় ওই গরুর খামারের মালিক আলহাজ রেজাউল করিম মাস্টার বাদী হয়ে সাথিয়া থানায় মামলার পর পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ১০টা ২০ মিনিটের দিকে একই উপজেলার হাপানিয়া রামচন্দ্রপুর গ্রামের রেজাউল করিমের গরুর খামারে প্রবেশ করেন হাফিজুর। সকালে খামারের মালিক গোয়াল ঘরে এসে দেখে তাঁর একটি গাভী মরে পড়ে আছে। এতে তাঁর সন্দেহ হয়। পরে তাৎক্ষণিক গোয়াল ঘরের সিসিটিভির ফুটেজ দেখেন। সেখানে দেখতে পান একজন লোক রাত ১০টা ২০ মিনিটের দিকে গোয়াল ঘরে প্রবেশ করে। কিছু সময় এদিক ওদিক তাকিয়ে একটা লাল গাভীকে দুইবার এসে ধর্ষণ করে চলে যায়।
পরে সিসিটিভি ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করে জানা যায় তিনি হাপানিয়া রামচন্দ্রপুর গ্রামের হাফিজুর।
পরে তাকে গ্রামবাসীর সহায়তায় হাফিজুরকে ধরে এনে গোয়ালঘরে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে আসামি হাফিজকে আটক করে থানায় নিয়ে যায়। ওই সময় পুলিশের মাধ্যমে জনসন্মুখে ধর্ষণের কথা স্বীকার করেন হাফিজুর।
খামারি রেজাউল আরও অভিযোগ করেন, তার প্রায় আড়াই লাখ টাকার একটা গাভী বিষক্রিয়া অথবা যেকোনো উপায়ে হত্যা করেছে হাফিজুর।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’