একাদশে নেই মুস্তাফিজ
গতকাল বৃহস্পতিবার থেকেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে। বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে নেই তারকা পেসার মুস্তাফিজুর রহমান। চোটের কারণে একাদশে নেই কাটার-মাস্টার।
গত বুধবার জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫ বল করেই চোট পেয়ে মাঠ ছাড়েন মুস্তাফিজ। তাঁর গোড়ালি ফুলে গেছে।
গতকাল বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেছিলেন, ‘মুস্তাফিজের চোট খুব ছোট কিছু নয়। তাঁকে ফিজিও দেখছেন।’
আর নিজের খেলা নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার ইনজুরি এমন পর্যায়ে আছে, ঠিক হতে সময় লাগবে। পাঁচ-ছয়দিন বিশ্রাম নিলেই ঠিক হবে না। এখন ম্যানেজ করে খেলার চেষ্টা করছি। আমি যতক্ষণ ব্যাটিং করেছি টেপিং করে।’
এদিকে চোটের কারণে একমাত্র টেস্টে খেলতে পারেননি তামিম। সিরিজের আগে প্রস্তুতি ম্যাচেও দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছেন বাংলাদেশ অধিনায়ক। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেললেন দারুণ একটি ইনিংস।
আজ শুক্রবার প্রথম ওয়ানডের পর শেষ দুটি ওয়ানডে হবে ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।