ময়মনসিংহে প্রধানমন্ত্রীর ত্রাণ পেল এক হাজার পরিবহণশ্রমিক
ময়মনসিংহে করোনায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবহণশ্রমিক প্রধানমন্ত্রীর উপহার নগদ সহায়তা পেয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এ সহায়তা তুলে দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মসিক মেয়র বলেন, ‘বিগত দুই মাস থেকে করোনার সংক্রমণ আমাদের ভাবিয়ে তুলেছে। করোনার সংক্রমণ যখন বেড়ে যায় বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও লকডাউন দেওয়া হয়। যাতে সংক্রমণ কম হয়। আমাদের প্রধানমন্ত্রী যতবার লকডাউন দিয়েছেন ততবার প্রান্তিক জনগোষ্ঠীর কথা ভেবে তাদের কাছে কীভাবে সহযোগিতা পৌঁছানো যায় তার ব্যবস্থা করেছেন।’
মেয়র আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন দেশের একজন মানুষও যেন না খেয়ে না থাকে। প্রধানমন্ত্রীর সে নির্দেশ শিরোধার্য মেনে শুরু থেকে আজ পর্যন্ত আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। যে সহায়তা এসেছে তা আপনাদের মধ্যে সুষ্ঠুভাবে পৌঁছানোর চেষ্টা করেছি।’
শ্রমিকদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘আপনারা নিজেদের নিরাপত্তার সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবেন। তা না হলে আপনি এবং আপনার পরিবারও ঝুঁকির মধ্যে পড়বে।’
মেয়র আরও বলেন, ‘সব বাসস্ট্যান্ডে আমরা মাস্ক বিতরণ এবং সরবরাহ করেছি। পরিবহন ও যাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনে আরও মাস্ক আমরা দেব। আপনাদের শুধু মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে। সবার সহযোগিতা ও সচেতনতা ছাড়া করোনার অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব না।’
এ সময় ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল মান্নানসহ সিটি করপোরেশনের অন্য কর্মকর্তারা, ময়মনসিংহ জেলা মোটরমালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা, ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি সানোয়ার হোসেন চানু, সংগঠনিক সম্পাদক বিকাশ ঘোষ, ময়মনসিংহ জেলা মোটরমালিক সমিতির সহসভাপতি শ্যামল দত্ত, ময়মনসিংহ অটোবাইক চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলীপ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।