ভৈরবে বিধিনিষেধ অমান্য করায় ৫৪ জনকে জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবিলায় সরকারের কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ৫৪ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে জরিমানা বাবদ আদায় করা হয়েছে ৪৪ হাজার ৭৫০ টাকা।
আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ।
লুবনা ফারজানা ও জুলহাস হোসেন সৌরভ জানান, অভিযানে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি অমান্য করে ঘোরাঘুরি করা, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় এসব ব্যক্তিদের জরিমানা করা হয়। লকডাউন চলাকালে এরকম অভিযানে অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তাঁরা।