ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান আজ বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মো. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া রোগীরা হলেন ময়মনসিংহ সদরের নাজনিন (৫৮), টাঙ্গাইলের সখিপুর উপজেলার জেসমিন (৪৫)। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ১২ জন হলেন, ময়মনসিংহ সদরের ইলমা (২৪), নাসরিন (৩৮), ঈশ্বরগঞ্জের আব্দুর রউফ (৫৫), রাবেয়া (৭৪), নেত্রকোনা সদরের আজিজুন্নেসা (৯২), পূর্বধলার আফাজুদ্দিন (৮৫), খালিয়াজুড়ির নূরজাহান (৭৫), জামালপুর সদরের রত্না (৩২), বকশীগঞ্জের আব্দুল মান্নাফ (৬০), টাঙ্গাইল সদরের রাজিয়া (৭০), মৃণাল (৬০) ও গাজীপুর সদরের আব্দুর রাজ্জাক (৭৫)।
ডা. মহিউদ্দিন আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪২৬ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২২ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে জানা যায়, গতকাল ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর টেস্টে ৩৮৪টি নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পাঁচ জন ও আরটি-পিসিআর টেস্টে ৮৫ জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দমমিক ৪৩ শতাংশ।
এদিকে, জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ সদরের ৫৯ জন, নান্দাইলের আট জন, ঈশ্বরগঞ্জের ছয় জন, গৌরীপুরের এক জন, তারাকান্দার দুজন, হালুয়াঘাটের দুজন, ফুলবাড়িয়ার চার জন, ত্রিশালের তিন জন ও ভালুকার পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ১২ হাজার ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া মৃত্যু হয়েছে ১২৫ জনের।