পাকিস্তান গণহত্যা ঘটিয়েছে, সত্য আড়াল করা যাবে না : বিএনপি
বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘পাকিস্তানি সৈন্যবাহিনী জেনোসাইড (গণহত্যা) ঘটিয়েছে। তাদের অ্যাট্রোসিটি (নৃশংসতা) ছিল। সুতরাং সত্যকে আড়াল করা যাবে না।’
urgentPhoto
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিপন এ কথা বলেন।
এর আগে গতকাল সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, ১৯৭১ সালে কোনো ধরনের অপরাধ ও যুদ্ধ সংক্রান্ত নৃশংসতার সঙ্গে পাকিস্তান জড়িত ছিল না।
বিএনপির মুখপাত্র আরো বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির ব্যাপারে ইউরোপীয় পার্লামেন্ট এবং জাতিসংঘ পর্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, “সংবাদপত্রের দেখেছি মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের করা বিবৃতির ব্যাপারে সরকার ‘বিরক্তি’ প্রকাশ করেছে। এতে বিরক্ত হওয়ার কিছু নেই। সরকারকে এসব সমস্যা চিহ্নিত করতে হবে এবং আমাদের আন্তর্জাতিক বন্ধুদের তীব্র প্রতিক্রিয়ার জায়গায় মানবাধিকার তুলে ধরতে হবে।”