শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যাত্রীর চাপ
কঠোর বিধিনিষেধকে কেন্দ্র করে ঈদের পর থেকেই রাজধানীসহ কর্মস্থলে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। আবার ঈদে বাড়ি যেতে না পারা যাত্রীরা বাড়ি যাচ্ছেন। আজ বুধবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের ফেরিতে উভয়মুখী যাত্রীদের চাপ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বাড়ি ফেরা মানুষের চাইতে কর্মস্থলে ফেরা মানুষের সংখ্যা কয়েকগুন বেশি। এদিকে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় এখনও রয়েছে ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারি রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, ব্যক্তিগত ও পণ্যবাহী মিলিয়ে দুই শতাধিক গাড়ি শিমুলিয়া ঘাট এলাকায় অপেক্ষায় আছে। অন্যদিকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল আহমেদ জানান, এই নৌপথে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি সচল রয়েছে। সকাল থেকে ফেরিগুলোতে যাত্রী এবং মোটরসাইকেলের চাপ রয়েছে।
ফয়সাল আহমেদ আরও জানান, পদ্মায় তীব্র স্রোতে নৌপথে ফেরি চলাচলে বেশি সময় লাগছে। ফলে ঘাটে থাকা যানবাহন পারাপারে বেগ পোহাতে হচ্ছে। বেশ কিছুদিন ধরে টানা ফেরিগুলো বন্ধ রয়েছে। বাংলাবাজার ঘাট থেকে সাধারণ যাত্রী নিয়ে ফেরিগুলো শিমুলিয়া ঘাটে আসছে।