কক্সবাজারে আড়াই লাখ ইয়াবা জব্দ, রোহিঙ্গাসহ আটক ৮
কক্সবাজারের উখিয়া থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, পেকুয়া টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুই লাখ ৪৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব)-১৫ ও ৭। এ সময় দুই রোহিঙ্গাসহ আটজন মাদক কারবারীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন উখিয়া উপজেলার থানংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা ফাতেমা খাতুন (৩৪) ও জানে আলম (৫২), পেকুয়া উপজেলার পূর্ব উঝান্টিয়া গ্রামের ওয়াজ উদ্দিন ও রমিজ উদ্দিন, টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার সৈয়দ আকবর, জাফর আলম (৪৩), সাইফুল ইসলাম (২২) ও মো. পারভেজ (১৯)।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক মিডিয়া আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আজ বুধবার দুপুরে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোরের দিকে উখিয়া উপজেলার থানংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের ফাতেমা খাতুনের বসতঘরে অভিযান চালিয়ে বস্তার ভেতর থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ফাতেমা খাতুন ও জানে আলম নামের দুজনকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক জানে আলম ডি-২ ব্লকের সাব মাঝি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছেন।
অপরদিকে, চট্টগ্রাম র্যাব-৭ এর একটি টিম গতকাল মঙ্গলবার রাতে পেকুয়া উপজেলার পূর্ব উঝান্টিয়া গ্রামে অভিযান চালিয়ে ওয়াজ উদ্দিন ও রমিজ উদ্দিন নামে দুজনকে এক লাখ ১৬ হাজার পিস ইয়াবাসহ আটক করে। তারা দুজনই এসব ইয়াবা টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ওই গ্রামের ওয়াজ উদ্দিনের বাড়িতে এনে রেখেছিলেন। র্যাব-৭-এর একটি টিম গতকাল রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে।
অপরদিকে, গতকাল রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
আটককৃত মাদক কারবারীদের স্ব-স্ব থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করেছে র্যাব।