খুলনায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন
সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ হত্যাকাণ্ড এবং ৭ আগস্ট খুলনার রূপসাসহ সারা দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদ, দোষীদের দ্রুত বিচার ট্রাইবুনালে শাস্তি নিশ্চিতকরাসহ সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে খুলনার ঘটনায় তিন আসামিকে চিহ্নত করে গ্রেপ্তার করেছে র্যাব-৬। আজ দুপুরে খুলনার সদর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত এনটিভি প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে :
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
গত ৭ আগস্ট খুলনার রূপসা উপজেলায় শিয়ালী গ্রামে মন্দির, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন আসামিকে চিহ্নত করে গ্রেপ্তার করেছে র্যাব-৬। আজ দুপুরে খুলনার সদর কার্যালয়ে অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মুহাম্মদ মোসতাক আহমেদ সংবাদ সম্মেলনে বলেন ঘটনার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা ও ছায়া তদন্ত করে এই তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রসুল শেখ (৩৫), কামাল শিকদার (৩১) ও আরিফুল শিকদার।
এদিকে এই ঘটনার বিচার এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদ আজ নগরীর পিকচার প্যালেস মোড়ে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে।
সাইফুল ইসলাম সজল, যশোর
খুলনার রূপসার শিয়ালী গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, মন্দির ও দোকান ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে আজ যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে হিন্দু মহাজোটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় যশোর হিন্দু মহাজোটের সভাপতি অমল অধিকারী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিপুল অধিকারীসহ সংগঠনের উপজেলা শাখার নেতারা বক্তব্য দেন।
বক্তারা সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুলনা ও সাভারের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে এ দুই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করেন বক্তারা। মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
খুলনার রূপসাসহ সারা দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদ,দোষীদের দ্রুত বিচার ট্রাইবুনালে শাস্তি নিশ্চিতকরাসহ সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে- জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট সংলগ্ন প্রধান সড়কে জাতীয় হিন্দু মহাজোট জয়পুরহাট জেলা শাখার উদ্দ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় আদিবাসী নেতা অ্যাডভোকেট বাবুল রবিদাস সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃব্ন্দৃরা বক্তব্য রাখেন।
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলা, ঘড় বাড়ি ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ।
আজ সকালে শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার সামনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শহরের বিভিন্ন মন্দিরের শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করে। এ সময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাচুরের প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
নরসিংদীতেও দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির, ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটকারীদের দ্রুত বিচার আইনে শাস্তি ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে আওয়ামী লীগ অফিসের সামনে নরসিংদী জেলা ও শহর হিন্দু মহাজোটের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে জেলা হিন্দু মহাজোটের সভাপতি অজয় ভোমিকের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা হিন্দু মহাজোটরে সাধারণ সম্পাদক অপু সাহাসহ জেলা ও উপজেলার নেতারা।
এ সময় বক্তারা বলেন, দেশের মধ্যে এক শ্রেণির মানুষ শান্তিশৃঙ্খরা বিনষ্ট করার পাঁয়তারা করছে। তারা পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িঘরে হামলা, মন্দির ভাঙচুর ও সম্পদ লুটপাট করছে। বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়াতে চাচ্ছে। এরই সূত্র ধরে খুলনার রুপসা উপজেলার শিয়ালি গ্রামে, হিন্দুদের দোকানপাট, বসতভিটাসহ মন্দিরে হামলা চালায়। বক্তারা দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তি নিশ্চিত করা এবং সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে হিন্দুদের মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলার প্রতিবাদে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শ্রীশ্রী হারিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ।
আজ সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন মতুয়া সম্প্রদায়ের শত শত নর-নারী। বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে এ মানববন্ধন। মানববন্ধন চলাকালে আয়োজক সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় বক্তারা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানান।