মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মুন্সীগঞ্জ সদরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ উদ্দিন ঢালী (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শেহেরকান্দি সড়কে এ দুর্ঘটনায় ঘটে। নিহত রিয়াজ শহরের উত্তর ইসলামপুর এলাকার মোতালেব ঢালীর ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলের দিকে রিয়াজ মোটরসাইকেল চালিয়ে উত্তর ইসলামপুর থেকে মামার বাড়ি একই উপজেলার খাসেরহাট যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি শেহেরকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিয়াজ ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে সেখানেই তিনি মারা যান।
মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসাপাতালে নিয়ে আসা হয়েছিল। দুর্ঘটনায় তাঁর দুটি পা ভেঙে গিয়েছিল, মাথায়ও আঘাত ছিল। হাসপাতলে নিয়ে আসার কিছু সময় পরই তাঁর মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ স্বজনরা নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ওভারটেক করতে গেলে দুই মোটরসাইকেলের মধ্যে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রিয়াজের বাইক পার্শ্ববর্তী গাছের সঙ্গে আঘাত লাগলে এ দুর্ঘটনা ঘটে।’