মুন্সীগঞ্জে মায়ের ছোড়া কাঠের আঘাতে মেয়ের মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর ফুরশাইল গ্রামে মায়ের ছোড়া কাঠের টুকরোর আঘাতে মেয়ে দোলা (৮) নিহত হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দোলা উত্তর ফুরশাইল গ্রামের দুলাল শেখের মেয়ে। সে উত্তর ফুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে নামে দোলা। ৩টার দিকে মা নিপা বেগম (২৭) মেয়ে দোলাকে বারবার উঠে আসতে বলতে থাকেন। কিন্তু মায়ের কথায় কর্ণপাত না করে দোলা সাঁতরাতে থাকে। এতে মা নিপা রেগে গিয়ে শিশু মেয়েকে লক্ষ্য করে কাঠের টুকরো ছুড়ে মারেন। মায়ের ছোড়া ওই কাঠের টুকরো গিয়ে মেয়ের মাথায় লাগে। এতে দোলা পুকুরের পানিতে তলিয়ে যায়।
স্থানীয় লোকজন তাৎক্ষণিক দোলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দোলার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।