ভৈরবে ১৯ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ খাইরুল ইসলাম (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, ভৈরব ক্যাম্প। আজ সোমবার এসব মাদক জব্দ ও ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খাইরুল ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সাকোয়া গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, তাদের একটি আভিযানিক দল ভৈরবের শম্ভুপুর রেল গেইট সংলগ্ন ভৈরব-ময়মনসিংহ সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারি খাইরুল ইসলামকে আটক এবং তার কাছ থেকে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও একটি পিকআপ জব্দ করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আটক আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।