‘চিনির চাহিদার চেয়ে সরবরাহ বেশি আছে, দাম বৃদ্ধির কারণ নেই’
দেশে চিনির সরবরাহে কোনো ঘাটতি নেই। চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেশি। তাই, বাজারে চিনির দাম বৃদ্ধির কোনো কারণ নেই বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়।
সচিবালয়ে আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।
বাণিজ্য সচিব বলেন, ‘আমাদের চিনির বার্ষিক চাহিদার চেয়ে সরবরাহ বেশি আছে। কাজেই দাম বাড়ানোর কোনো কারণ নেই।’
সভায় উপস্থিত ব্যবসায়ীদের কাছে চিনির কেজি ৭৫ থেকে ৮০ টাকা রাখার সুপারিশ প্রস্তাব করা হয়।
এ বিষয়ে বাণিজ্য সচিব সাংবাদিকদের বলেন, ‘আমরা ব্যবসায়ীদের নিয়ে বাজার পরিস্থিতি পর্যালোচনা করেছি। এটি ছিল বছরের প্রথম বৈঠক, তাই সেভাবে কোনো সিদ্ধান্তের কথা বলা যাচ্ছে না। তবে, আমরা ব্যবসায়ীদের নিয়ম-নীতি মেনে ব্যবসা করার কথা স্মরণ করিয়ে দিয়েছি। তাঁরাও আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। আন্তর্জাতিক বাজারমূল্য বেড়ে যাওয়ার কারণে চিনি ও ভোজ্যতেলের দাম বেড়েছে বলে আমাদের জানিয়েছেন ব্যবসায়ীরা।’
বাণিজ্য সচিব আরও বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কেউ যদি অন্যায়ভাবে দাম বাড়িয়ে ভোক্তাদের কষ্ট দেন বা অতিমুনাফা করেন কিংবা মজুদ করে রাখেন, সে ক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, মোবাইল কোর্ট, ভোক্তা অধিকার কমিশনসহ যাঁরা আছেন, তাঁরাও সর্বত্র সতর্ক থাকবেন।’