গোপালগঞ্জে ফের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, গায়েহলুদের অনুষ্ঠান পণ্ড
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে দুই সপ্তাহের ব্যবধানে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত, আটটি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পণ্ড হয়ে গেছে গায়ে হলুদের একটি অনুষ্ঠান। আজ বুধবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বদিউজ্জামান বিশ্বাসের সঙ্গে মামুনুর রশীদ সিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে সকালে বদিউজ্জামান বিশ্বাসের লোকজন মামুনুর রশীদ সিকদার গ্রুপের রিপন বিশ্বাসকে মারধর করে। এ ঘটনার পরে মামুন বিশ্বাসের লোকজন অতর্কিত হামলা চালিয়ে বদিউজ্জামানের গ্রুপের কালাম, রব, দিদার, রসুল, ফেরদাউস, বাচ্চু, শামিম ও ফকা বিশ্বাসের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গিয়ে লাভলী বেগম ও নাইম বিশ্বাস গুরুতর আহত হন। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে চলতি মাসের ১১ আগস্ট উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত ও সাতটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। হামলাকারীরা নিরহ লোকজনদের মারপিট করে। এ সময় একটি বিয়েবাড়িতে হামলা চালিয়ে গায়েহলুদের একটি অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে। কনের পরিবার উপজেলার দিঘলীয়া গ্রামে মামার বাড়িতে আশ্রয় নিয়েছে।
ওসি আমিনুল ইসলাম বলেন, ‘এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’