আশুগঞ্জে ম্যাজিস্ট্রেট ও সার্জেন্ট সেজে চাঁদাবাজি, গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ম্যাজিস্ট্রেট ও সার্জেন্ট পরিচয়ে চাঁদাবাজিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেইট এলাকায় গাড়ি থামিয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সার্জেন্ট পরিচয়ে চাঁদাবাজি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নবীনগর উপজেলার বড়াইল আলগাহাটির মো. রাকিব মিয়া (৩০) ও আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর নজরপাড়ার মো. জাহিদ হাসান (২৭)।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম মনিরুল ইসলাম জানান, গতকাল রাতে রাকিব ও জাহিদ ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন রেলগেইট এলাকায় একটি মোটরসাইকেল আড়াআড়িভাবে রেখে গাড়ির গতিরোধ করে। তারা একটি কলার গাড়ি (পিকআপ) থামিয়ে গাড়িতে অবৈধ মাল আছে বলে ২০ হাজার টাকা দাবি করেন। এ সময় রাকিব নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জাহিদ নিজেকে পুলিশের সার্জেন্ট বলে পরিচয় দেন। টাকা না দিলে গাড়ি আটকিয়ে মামলা দেওয়াসহ চালক ও ব্যবসায়ীকে গ্রেপ্তারের হুমকি দেন। তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আশেপাশের স্থানীয় লোকজন ছুটে আসে। রাকিব ও জাহিদ তাদের সঙ্গেও নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দেন। কিন্তু জিজ্ঞাসাবাদে সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে পিকআপে থাকা কলা ব্যবসায়ী মো. রহিম মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ দেন। এরপর আসামিদের গ্রেপ্তার করে আজ আদালতে পাঠালে তাদের দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।