করোনা নেগেটিভ হয়ে নিউজিল্যান্ড দলে ফিন অ্যালেন
ঢাকায় পা রাখার দুদিনের মাথায় করোনায় আক্রান্ত হন নিউজিল্যান্ডের তরুণ ওপেনার ফিন অ্যালেন। এরপর প্রায় দুই সপ্তাহ সেলফ আইসোলেশনে ছিলেন তিনি। আইসোলেশনের পর দুবার করোনা পরীক্ষা করা হয়। দুবারই নেগেটিভ হয়েছেন তিনি। করোনা নেগেটিভ হয়ে নিউজিল্যান্ড দলের সঙ্গে যোগ দিয়েছেন তরুণ এই ওপেনার।
আজ বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের কোচ গ্লেন পোকন্যাল। অ্যালানের ফেরার ব্যাপারে কোচ বলেন, ‘দুটি করোনা পরীক্ষায় সে নেগেটিভ হয়েছে। এটা আমাদের জন্য ভালো খবর। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। আশা করছি সে দ্রুতই একাদশে ফিরতে পারবে। আরও কিছু পরীক্ষা হয়তো তাকে দিতে হবে, তারপর দেখা যাবে।’
নিউজিল্যান্ড ক্রিকেট দল আসার চার দিন আগে ২০ আগস্ট ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলে কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন ঢাকায় আসেন। ঢাকায় আসার দুদিনের মাথায় অ্যালানের করোনায় আক্রান্তের খবর জানায় কিউইরা। তাঁর করোনার মৃদু উপসর্গও ছিল। যদিও করোনার টিকা নেওয়াই ছিল অ্যালেনের।
অ্যালানকে ছাড়া গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। শুরুতেই আউট হয়ে ফেরেন দুই কিউই ওপেনার। এরপর ৯ রানের মাথায় আরো চারটি উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ে ৬০ রানে অলআউট হয় কিউইরা। আর ম্যাচটিতে বাংলাদেশের কাছে সাত উইকেটে হেরেছে টম ল্যাথামের দল।
প্রথম ম্যাচে হারের পর ফিন অ্যালানের করোনা নেগেটিভ হয়ে দলে ফেরাটা নিশ্চিতভাবে স্বস্তি দেবে নিউজিল্যান্ডকে।